শিরোনাম
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।  বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম  হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।  জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল কলকাতার বাবুঘাটে চলছে, জাগ্রত চামুন্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

সিলেটে স্মার্ট পাঠশালার যাত্রায়  অভিভাবক সমাবেশ 

স্টাফ রিপোর্টার / ৯২ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 316.81787; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 46;

সিলেটে স্মার্ট পাঠশালার যাত্রায়  অভিভাবক সমাবেশ 

 

নিজস্ব সংবাদদাতা ::: সিলেটে স্মার্ট পাঠশালার যাত্রা শুরু হয়েছে ১৯ অক্টোবর রবিবার সকাল ১১টায় সিলেটের মোগলা বাজার সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে অভিভাবক সমাবেশের মধ্য দিয়ে। 

সিলেট বিভাগের মধ্যে এ শিক্ষাপ্রতিষ্ঠান কে বেঁচে নিয়েছে স্মার্ট পাঠশালা।  স্মার্ট পাঠশালা soft warf এর মাধ্যমে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ারজন্য লক্ষ্যে প্রশিক্ষণ ও পরামর্শ মূলক অভিভাবক সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আলোচনা সভার শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের সেবা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন স্মার্ট পাঠশোলার এমডি সুমন শুভ,সহকারী প্রশিক্ষক আবু রায়হান।  এর পূর্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল।

বিশিষ্ট মুরব্বি আব্দুল বারী সভাপতিত্বে ওবিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহাদ ঊজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা একাডেমিক সুপারভাইজার রীমা দাস, বিদ্যালয়ের ভূমিদাতা ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, প্রধান আলোচক রেবতী রমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত, দক্ষিণ সুরমা একতা একাডেমির প্রধান শিক্ষক এরানুল হক ইমরান , সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক শাহাব ঊদ্দিন শিহাব। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শেষ হয় প্রযুক্তি নির্ভর  প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ