সিলেটের গোলাপগঞ্জে ৩১ দফা নিয়ে উঠোন বৈঠক তারেক রহমান ঘোষিত ৩১দফা দেশের উন্নয়নের একমাত্র মূলমন্ত্র —–তামিম ইয়াহয়া
মনসুর আহমদ শাপলু :::সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন তা হলো দেশের উন্নয়নের একমাত্র মূলমন্ত্র। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের জনগনের স্বাস্থ্য, বাসস্থান, বেকারত্ব দুরীকরণ এবং অর্থনীতি চালিকা শক্তি শক্তিশালীসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হবে। মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেনা। রাস্তাঘাট ব্রীজ নদীভাঙ্গনসহ সব ধরণের উন্নয়ন হবে।
তামিম ইয়াহয়া বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন দেশের মানুষের ভাগ্যম্নোয়নে কাজ করে গেছেন। সেই ধারাবাহিকতায় বিএনপির শ্বাসনামলে মানুষের জন্য কাজ করেছে। দেশ অনেক এগিয়ে গিয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা ক্সমতায় এসে দেশকে একেবারে ধবংস করে দিয়েছে।
তিনি শনিবার রাতে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নগর গ্রামের,রাশেদ আহমদ এর বাড়তে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আব্দুল মালিক কালা মিনহাজ উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জাবেদ আহমদ, সাহেদ আহমদ, ইকবাল আহমদ, কামরুল ইসলাম ও জাককু হুসাইন।বৈঠকে কোরআন তেলাওয়াত করেন : লোকমান আহমদ।