হিউম্যান রাইটস উপকূল ফ্রান্স শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন গোলাপগঞ্জের কৃতি সন্তান বিলাতুর রাজা
কামাল খান :: হিউম্যান রাইটস উপকুল ফ্রান্স শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান বিলাতুর রাজা। তাকে উপকূল কর্তৃপক্ষ এই দায়িত্ব প্রদান করায় গোলাপগঞ্জ উপজেলার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।মোঃ বিলাতুর রাজা উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কাদিপুর গ্রামের আতিবুর রাজার ছেলে।
বিশিষ্ট সমাজসেবী মোঃ বিলাতুর রাজা এই দায়িত্ব দেওয়ায় হিউম্যান রাইটস উপকুলের সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেন যথাযথ ভাবে পালন করি,আমি যেন মানুষের অধিকার নিয়ে দেশ বিদেশে কাজ করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin