হরিরামপুরে ওনলাইন টেলিভিশন এসোসিয়েশনের আত্ন প্রকাশ-আহ্বায়ক মানিকুর রহমান মানিক,সদস্য সচিব ইমরুল হাসান হিমেল।
মোহাম্মদ আলী, (হরিরামপুর) মানিকগঞ্জ।
সদ্য হরিরামপুর ওনলাইন টেলিভিশন এসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬) এক বছর মেয়াদকাল এবং ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা নির্দেশ সংগঠন কর্তৃপক্ষের। ও উক্ত কমিটিতে আহ্বায়ক পদে পিটিভি বাংলার ভ্রাম্যমান প্রতিনিধি মানিকুর রহমান মানিক ও সদস্য সচিব হিসেবে দোয়েল টিভি নিউজের বিশেষ প্রতিনিধি ইমরুল হাসান হিমেল নির্বাচিত হয়েছে।
এছাড়াও যুগ্ম আহ্বায়ক বার্তা২৪টিভি.কম এর মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ রাসেল মিয়া, কার্যকরী নির্বাহী সদস্য সারাদেশ ৭১ এর মানিকগঞ্জ প্রতিনিধি জামিল বিশ্বাস, কার্যকরী নির্বাহী সদস্য ডেইলি নিরপেক্ষ এর মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী, কার্যকরী নির্বাহী সদস্য সিলেট বুলেটিন এর উপজেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, কার্যকরী নির্বাহী সদস্য ৭১ প্রজন্ম বাংলার উপজেলা প্রতিনিধি এস,এম অপু নির্বাচিত হয়।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে (২০২৫-২০২৬) এক বছর মেয়াদি এই কমিটির ঘোষণা করা হয়।নব গঠিত হরিরামপুর অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের আহ্বায়ক মানিকুর রহমান মানিক জানান, সাংবাদিকতা মহান পেশা । সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত। সত্য প্রকাশে আপোষহীন এই শ্লোগানকে সামনে রেখে নির্ভীক কিছু সংবাদ কর্মী নিয়েই আমাদের পথ চলা।
হরিরামপুর অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের সদস্য সচিব ইমরুল হাসান হিমেল জানান,সাংবাদিকদের উপর হওয়া বিভিন্ন হামলা মামলায় আমাদের হরিরামপুর ওনলাইন টেলিভিশন এসোসিয়েশন সব সময় পাশে থাকবো।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin