সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটে জড়িত ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসীর মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের যাদুকাটা নদীর ইজারাদার কর্তৃক পাড় কেটে প্রতিবাদকারী নিরীহ জনতার উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শনিবার সকালে যাদুকাটা নদীতীরের গ্রাম লাউড়েগড় এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মো. শাহজাহান মিয়া, গোলাম মোস্তফা মেম্বার, আবু বকর সিদ্দিক, আব্দুল মান্নান, মরম আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।উদ্দিন ও শাহ রুবেল ইজারা আইন ভঙ্গ করে, সীমানা না মেনে নদীর পাড় কেটে বালু আহরণ করছে। তারা রাতের আধারে পাড় কেটে এলাকাকে ঝূকির মুখে ফেলে দিছে। যারা পাড় কাটায় বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বক্তারা অবিলম্বে যাদুকাটা নদীর তীর কাটা বন্ধ ও নদী রক্ষার পক্ষের লোকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও ইজারাদার যারা পাড় কাটায় জড়িত তাদের বিরুদ্ধে মামলা না দিয়ে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। ইজারাদার নাসির ও রুবেল নদীর তীর কেটে বালু লুট করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা। অবিলম্বে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নদী রক্ষার দাবি জানান।
মানববন্ধন শেষে হাজারো জনতা বিক্ষোভ মিছিল করে ইজারাদারের কালো হাত ভেঙ্গে দাও শ্লোগান দেন।উল্লেখ্য গত ১০ অক্টোবর থেকে ইজারাদারের লোকজন যাদুকাটা নদীর তীর কেটে বালু লুট করছে স্থানীয়রা অভিযোগ করে আসছেন। ##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin