সিলেটে জাতীয়বাদী সংস্কৃতি কর্মীদের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক;: বাংলাদেশ জাতীয়বাদী বাউল দল সিলেট জেলা শাখার নেতাকর্মীদের এক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয় ১৫ অক্টোবর বুধবার সন্ধ্যায়। সিলেটের দরগা গেইটস্থ জেলা বাউল দলের কার্যালয়ে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে এ মিলন মেলা শুরু হয়। এতে জাতীয়বাদী দল এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাউল দল, জাসাস সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহণে জাতীয়বাদী সাংস্কৃতিক কর্মীদের এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান স্থল।
মূলত অনুষ্ঠানটির আয়োজন করা হয় জাতীয়বাদী বাউল দল সিলেট জেলা শাখার আয়োজনে বিএনপি’র একটি জনপ্রিয় অঙ্গ সংগঠন জাতীয়বাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা জাসাস এর সিলেট কমিটির সদস্য সচিব রায়হান এইচ খানের জন্মদিন উপলক্ষে। ঐদিন সন্ধ্যার পর সকলের উপস্থিতিতে আনন্দ আড্ডায় কেক কেটে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন অতিথিবৃন্দ ও শ্রোতারা।
জন্মদিন অনুষ্ঠানে জেলা বাউল দলের সদস্য সচিব বাউল নোমান উদ্দিন রিপনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন সিলেট জেলা বাউল দলের যুগ্ম আহ্বায়ক ও মহানগর বাউল দলের আহ্বায়ক শফিকুল ইসলাম স্বপন। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সিনিয়র বংশীবাদক কুতুব উদ্দিন, প্রখ্যাত বাউল শিল্পী লোকমান সরকার,
সিলেট জেলা বাউল দলের যুগ্ম আহবায়ক এম এ জাহিদ হোসেন, জেলা বাউল দলের যুগ্ম আহবায়ক কবি কামাল আহমদ, জেলা বাউল দলের সাংগঠনিক সম্পাদক লেখক ও সাংবাদিক আমির শিহাব,জেলা বাউল দলের যুগ্ম আহ্বায়ক জনাব ফারুক আহমদ,
এতে সংগীত পরিবেশন করেন বাউল ছালেহ আহমদ সালাম, রসিক শিল্পী এম এ জাহিদ হোসেন বাউল নোমান উদ্দিন রিপন, কণ্ঠশিল্পী ফারজানা আক্তার, ফকির করিম,আনু সরকার, বাউল তোফায়েল সরকার, কণ্ঠশিল্পী আইনুদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে সিলেট জেলা জাসাস এর সদস্য সচিব রায়হান এইচ খান কে উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।