পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের নামে জনগনের সাথে তামাশার শামিল তামিম ইয়াহয়া
কামাল খান :::;পিআর পদ্ধতিতে নির্বাচন মানে জনগনের সাথে ভোট নিয়ে তামাশা করার শামিল। এই পদ্ধতিতে নির্বাচন হলে ভোটাররা তাদের এলাকায় সঠিক জনপ্রতিনিধি পাবেনা। ভোট দিবে একজনকে জয়লাভ করবে আরেকজন। এতে লোকজন সবধরনের উন্নয়ন থেকে বঞ্চিত হবে। যারা টাকাওয়ালা তারা মন্ত্রী, এমপি হবে। যোগ্য প্রার্থী বঞ্চিত হবে। একটি দল ভোট পাবেনা বুঝতে পেরে পিআর পিআর করে চিল্লাচিল্লি করতেছে। তারা ভোট পাবেনা বুঝতে পেরে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্ত তাদের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেশবাসীর কাছে ফুটে উঠেছে। আগামী নির্বাচনে মানুষ ভোট দিবে। জনগনের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে।
তামিম ইয়াহয়া বলেন এদেশের মানুষ বিগত ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। অনেক ছড়াই উৎরাইয়ের পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। সেই ভোট নিয়ে কোন তামাশা এদেশের মানুষ হতে দেবেনা।তিনি বলেন ফ্যাসিষ্ট আওয়ামী লীগ দেশে কোন উন্নয়ন করেনি। উন্নয়নের নামে ঢাকঢোল পিটালেও পেছনে ছিল দুর্নীতি-স্বজনপ্রীতি ও বৈষম্য। সব জাশগায় রয়েছে দুর্নীতির ক্ষতচিহ্ন।
তিনি শুক্রবার রাতে গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের, ঘোষগাও গ্রামের চেরাগ মিয়ার বাড়িতে এলাকাবাসীদের সাথে নিয়ে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এলাকাবাসী সাথে এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন রফিক উদ্দিন। রায়হান আমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সেলিম আহমদ, রফিক মিয়া, মাসুক আহমদ, জনাব আলি ও লুকমান আহমদ। কোরাআন তেলাওয়াত:করেন উপজেলা শ্রমিক দলের সহসভাপতি আব্দুর রাউফ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin