ছাতকে সহকারী পুলিশ সুপার'র বিদায় সংবর্ধনা
সেলিম মাহবুব,ছাতকঃ ::ছাতকে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোঃ আব্দুল কাদের-কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ছাতক অফিসার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার রাতে ( ১৬ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান, ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।বিদায়ী বক্তব্যে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোঃ আবদুল কাদের সকল সহকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন আমি এই জেলার মানুষের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতা পেয়েছি। আমি কখনো তাদেরকে ভুলতে পারব না। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সবাই এক পরিবার, সেই বন্ধন অটুট থাকবে।
পরিশেষে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ। সংবর্ধনা সভায় অফিসার্স ক্লাব, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin