এসএমপি ডিবির অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৪(চার) জন গ্রেফতারঃ
সিলেট নগরীতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) অনুমান ০৪০৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরান (রহঃ) থানাধীন শিবগঞ্জ পয়েন্টস্থ ” গ্র্যান্ড সাওদা” আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০২ (দুই) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী মোট ০৪ (চার) জন‘কে আটক করেন।
আটককৃতরা হলোঃ ০১। জুনেদ আহমদ (২৩), ০২। সৌমিত্র দত্ত (২৭), ০৩। নীলা আক্তার (১৮), ০৪। রূপান্তি বিশ্বাস (২০)। আটককৃত আসামীদের বিরুদ্ধে শাহপরান (রহঃ) থানার নন এফআইআর নং-৬২/২৫, তাং-১৬/১০/২০২৫ ইং. ধারা-৭৭ এসএমপি এ্যাক্ট মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে