যাদুকাটা নদীর পাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মতবিনিময় সভা
তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট সকলের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যাদুকাটা নদীর তীরে লাউড়েরগড় খেলার মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জাদুকাটা-১ এর ইজারাদার নাসির মিয়া। এসময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুর রশীদ, আলম সাব্বির প্রমুখ। স্থানীয় বাসিন্দা ও ইত্তেফাক প্রতিনিধি আলম সাব্বির বলেন, নদীর পুর্বপাড়ের সাধারণ মানুষকে নিয়ে আগেও নদী পাড় রক্ষা করেছি। এখনও রক্ষা করার চেষ্টা করছি। কিন্তু কিছু মানুষ নদীর তীর কেটে বালু বিক্রি করছেন। প্রশাসনকে আরও কঠোর হওয়ার কথাও জানান তিনি।
যাদুকাটা নদীর ইজারাদার নাসির মিয়া বলেন, নদীর পাড় কাটা বন্ধ হোক, এটা সবসময়ই চাই; আমরা গ্রামবাসীর সহযোগিতা চাই। নদী বন্ধ হলে স্থানীয় প্রায় ৭০ হাজার মানুষ বেকার হয়ে পড়বে। আমাদের প্রতিপক্ষরা আমাদের ডিস্টার্ব করছে। পাড় কাটার খবর পাওয়ার পরপরই আমরা প্রশাসনকে অবগত করেছি, প্রশাসন নদীর পাড় রক্ষায় আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছেন। প্রতিপক্ষরা লীজ বাতিল করার ষড়যন্ত্র করছে। আমরা ম্যানুয়াল পদ্ধতিতে বালু উত্তোলন করছি। আমদের ৪-৫ শ ভলান্টিয়ার আছে। বাঁশ বেড়া দিয়েও আটকানো হচ্ছে। জমির পাড়ের মালিকরা সরকারী জায়গা থেকে বালু উত্তোলন করে ২০ টাকা ফুট বিক্রি করেছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, কতিপয় স্বার্থন্বেসী মহল যাদুকাটা নদীর তীর কাটার সাথে জড়িত। শুরুতে তাঁরাই বাঁধা দিয়ে বলেছিলো এখান থেকো বালু নিতে দেবেনা। যাদুকাটা নদীর তীর কাটার সাথে আব্দুল কাইয়ুম মাষ্টার ও খাজা মাইনুদ্দিন সরাসরি জড়িত। পাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে অচিরেই আমরা ব্যবস্থা নিবো। শীঘ্রই তাদের আইনের আওতায় আনব। ইতিমধ্যে ৭০ জনের নাম চিহিত করেছি। তাঁরা নদীর পাড়ে আসলেই তাদের আটক করা হবে।নদীতে অভিযান চলছে চলবে।পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। পালিয়ে যেতে পারবেনা। সেদিকো খেয়াল আছে। অল্পসময়ে তাদের গ্রেফতার করা হবে।
ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, জাদুকাটা নদীতে ফুল টাইম একজন এক্সিকিউটিভ ৃ ম্যাজিষ্টেট কাজ করছেন। পুলিশ ক্যাম্প স্থাপন করতে দাবি তুলেছি। নদীর পাড় কাটার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে। ইজারাদারকে নির্ধারিত সীমানা বুঝিয়ে দোয়া হয়েছে। তারাও যদি সীমানা অতিক্রম করেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্তা নেয়া হবে। ইতিমধ্যে তাদের সতর্ক করে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের সুবেদার কামাল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin