ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেমে নগদ অর্থ ব্যবহারের ওপর নির্ভরতা কমাতেই ক্যাশলেস বাংলাদেশ কর্মসূচি ডিজিটাল লেনদেনের সুবিধায় গ্রাহকদের উদ্বুদ্ধ করুন#
নিজস্ব প্রতিবেদক;:: ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেমে গ্রাহকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ক্যাশলেস বাংলাদেশ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। নগদ অর্থ ব্যবহারের উপর নির্ভরতা কমাতেই উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাশলেস
পদ্ধতি যেমন লেনদেনে সুবিধা তেমনি জনজীবনের ঝুকি এড়াতে ও সহায়ক শক্তি রাতেও সহায়ক শক্তি বলে মনে করছেন অনেকেই। দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সিলেটে সূচনা হলো ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কর্মসূচির।
মঙ্গলবার সকালে সিলেট শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
এর আগে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কর্মসূচির সূচনা করা হয়। লিড ব্যাংক হিসেবে কর্মসূচীর আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি।
সেমিনারে বাংলা কিউআর-এর ব্যবহার ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়, যা ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে বক্তারা বলেন,টাকা ব্যবস্থাপনায় বাংলাদেশের বছরে ব্যয় হচ্ছে ২০ হাজার কোটি টাকা। ডিজিটাল লেনদেন বা ব্যাংকিংয়ের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব।
তারা বলেন,পণ্য বা সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থ, কার্ড বা চেক ব্যবহৃত হয়। নগদ অর্থে পরিশোধ ঝুঁকিপূর্ণ, চেকে পরিশোধ সময়সাপেক্ষ ও জটিল। তাই ক্যাশলেস লেনদেন সেবার এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ দেশের ‘ক্যাশলেস সোসাইটি’ গঠনের পথ আরও সুগম করবে।
এর ফলে নগদ অর্থ ব্যবহারের ওপর নির্ভরতা কমবে এবং ব্যক্তি থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। এই পদক্ষেপ ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে এবং গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের সুযোগ আরও বাড়াবে।
বাংলাদেশ ব্যাংক সিলেট'র নির্বাহী পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তা ও সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য বিশ্ব বাজারে এখন ই-কমার্সের উপর নির্ভরশীল। সে কারণে ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেমেের সেবায় নিজেকে অভ্যস্ত করা অর্থনৈতিক লেনদেন ক্ষেত্রে এখন খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে গ্রাহক সেবা জনসচেতনতা বৃদ্ধি করছে বাংলাদেশ ব্যাংক।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin