অবশেষ ড্রেজার আফতাব কারগারে
বিশেষ প্রতিবেদক:: সিলেটের সুরমা নদী ধ্বংসকারী প্রবীণ আওয়ামী নেতা আপ্তাব উদ্দিন ওরফে ড্রেজার আপ্তাব ওরফে কার্পেট আপ্তাব ওরফে বালু আপ্তাবকে (৬৫) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) প্রথম প্রহর গভীর রাত ২টায় এসএমপির দক্ষিণ ইসলামপুর মেজরটিলার ফালগুনী ৪৯ নং বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আফতাব উদ্দিন ওই বাসার মৃত রস্তুম আলীর পুত্র।
জুলাই আন্দোলনে সশস্ত্র হামলার দায়ে সিলেট জেলা যুবদলের যগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ সিরাজের ঘনিষ্টজন আপ্তাবের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে অর্থায়নেরও বিস্তর অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করলে আদালত জামিন না মন্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন। বর্তমানে তিনি সিলেট মেট্রো কারাগারে রয়েছেন।
আফতাব উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘ দেড়দশক ধরে সুরমা নদী লুটেপুটে খাওয়ার বিস্তর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে এলাকাবাসী সিলেটের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও ডিআইজি বরাবরে বারবার স্মারকলিপি প্রদান করে আসছিলেন।
সুরমা নদী থেকে বেআইনী ও বেপরোয়া বালু উত্তোলন, বিক্রয় ও বিপননের কারণে তিনি ড্রেজার আফতাব, কার্পেট আফতাব ও বালু আফতাব নামে বহুল পরিচিত ও মিডিয়ার বহুল আলোচিত হয়ে উঠেছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin