ছাতক থানা পুলিশের অভিযানে আসামী গ্রেফতার
সেলিম মাহবুবঃ ছাতকে এক অভিযান চালিয়ে ছাতক উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামের মৃতঃ মহরম আলী'র পুত্র সিরাজুল ইসলাম কে থানা পুলিশ সোমবার মধ্যেরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাতক থানার মামলা নং-১৫ তারিখ-০৯ জুলাই। ২০২৫ইং ধারা-৪৪৭-৪৪৮-৩২৩-৩২৪-৩২৬-৩০৭-৩৮০-৩৫৪-৫০৬(২)-১১৪-৩৪ পেনাল কোড'র এজাহারনামীয় আসামী সিরাজুল ইসলাম। ছাতক থানার এসআই বিন আমিন সংঙ্গীয় পুলিশ ফোর্স সহ এক অভিযান চালিয়ে এজাহারনামীয় আাসামী সিরাজুল ইসলাম কে গ্রেফতার করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin