নবীগঞ্জের জাহাঙ্গীর রানাকে নিউইয়র্কে সংবর্ধনা প্রদান
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জের আলোকিত ব্যক্তিত্ব জাহাঙ্গীর রানাকে নিউইয়র্কে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সন্ধ্যায় নিউইয়র্কস্থ স্টার্লিং এভিনিউ এর নিরব রেষ্টুরেন্টে নিউইর্য়কস্থ নবীগঞ্জবাসীর পক্ষ থেকে আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এমরান আহমেদ টিপু ও ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন এর যৌথ পরিচালনায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির বোর্ড নাইন এর চেয়ারম্যান মাস্টার অব ল খ্যাত এন মজুমদার, বস্কস এসোসিয়েশন এর সভাপতি এম ইসলাম মামুন, হীরা মিয়া গার্লস স্কুলের সাবেক শিক্ষক জ্ঞান রন্জন দাস।
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত ব্যক্তিত্ব জাহাঙ্গীর রানাকে ফুল দিয়ে বরন করে নেন নবীগঞ্জবাসী। এরপর নবীগঞ্জের মরহুম কবি ইলিয়াস আলী, তাজুল ইসলাম ও কুতুব আফতাবের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি হাসান আলী, খসরু আহমেদ, মূলধারার রাজনীতিবিদ, কমিউনিটির লিডার শেখ জামাল হোসেন, ইমরান শাহ রন, সাবেক ইউপি সদস্য মর্তুজ আলী, বিশ্বমনি সরকার, কবি আবু তাহের চৌধুরী, এস্টরিয়া ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমিটির ব্যক্তিত্ব জাবেদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ ময়নুল হক চৌধুরী, গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান, সাব্বির আহমদে চৌধুরী, শেখ আক্তার হোসেন নানু, আক্তার হোসেন অলক, গোলাম মোহিত, মাহবুব চৌধুরী, আব্দুল হাকিম, এমদাদ রহমান তরফদার, বিকাশ চন্দ্র দাস, সোহেল আহমদ, ফরিদ আহমদ, প্রফেসর আঃ করিম, সুজিত কুমার দাস, মইনুল ইসলাম, তাহমিদ আহমেদ, জিল্লুর রহমান, গৌছ আলী, আনসার আলী, বাচ্চু মিয়া, এম এ আলিম তালুকদার।
অনুষ্ঠানের শেষে এস্টরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে জাবেদ আহমদ ও কোষাধ্যক্ষ ময়নুল হক চৌধুরী সংবর্ধিত ব্যক্তিত্ব জাহাঙ্গীর রানাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সংবর্ধিত ব্যক্তিত্ব জাহাঙ্গীর রানা বিশিষ্ট ব্যক্তিত্ব মাহবুবুর রব সাদী, মেজর সুরঞ্জন দাশ সহ নবীগঞ্জের অনেক আলোচিত ব্যক্তিবর্গের জীবনী নিয়ে আলোচনা করেন। এবং নবীগঞ্জে তাদের অবদানের কথা তুলে ধরেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin