শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৯৮ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:: শনিবার (১১ অক্টোবর) সিলেটে জেলা তথ্য অফিসের উদ্যোগে ইউনিসেফের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শ কর্মশালা (Consultation Workshop) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।  

প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, টিকাদান ক্যাম্পেইন ঘিরে যে কোন গুজব প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে কোন সংবাদের উৎস পর্যবেক্ষণ করলে গুজব বা অবাঞ্চিত সংবাদ সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। তিনি বলেন, অনেক সময় ব্যবসায়িক কারণেও টিকা নিয়ে গুজব ছড়ায়। ক্যাম্পেইনের আওতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সরকার বিনামূল্যে যে টিকা দিচ্ছে তা বেসরকারি উৎস হতে সংগ্রহ করলে প্রায় ৩০ (ত্রিশ) কোটি টাকা লাগবে।

 

কর্মশালায় টাইফয়েড টিকাদান বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ স্বপ্নীল সৌরভ রায়। টাইফয়েড জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিকারসহ বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি টাইফয়েড টিকাদানের রেজিস্ট্রেশন ও টিকাদান সম্পর্কিত অন্যান্য বিষয় উপস্থাপন করেন। এছাড়া টিকাদান ক্যাম্পেইন সংক্রান্ত উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত ও মেডিকেল অফিসার ডাঃ স্বপ্নীল সৌরভ রায়।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, সংবাদ প্রচারের পূর্বে ফ্যাক্ট চেক বা সত্যতা যাচাই করা উচিত। সংবাদ হতে হবে জনকল্যাণমূলক। সিলেটের প্রত্যেকেই যেন স্বাস্থ্য সেবা পায় এবং নির্দিষ্ট জনগোষ্ঠী যেন টাইফয়েড টিকার আওতায় আসে সেজন্য ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা অব্যাহত রাখতে গণমাধ্যম প্রতিনিধিদের আহ্বান জানান তিনি।

জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ইউনিসেফ সিলেটের হেলথ অফিসার ডাঃ মির্জা ফজলে এলাহী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগের ডিভিশনাল কো-অর্ডিনেটর ডাঃ খালিদ আহমেদ এবং বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সিলেট এর বিভাগীয় উপপরিচালক মোঃ নূরুল ইসলাম। এসময় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন ভার্চুয়াললি সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন।

 

উল্লেখ্য, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর আওতায় সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে প্রায় ৩০ লক্ষ ও সিলেট জেলায় ১০ লক্ষ ১৬ হাজার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১২ অক্টোবর থেকে স্থায়ী কেন্দ্রসমূহে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হবে। টিকাদানের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে।

 

#


এই ক্যাটাগরির আরো সংবাদ