জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৩৩ বোতল ভারতীয় মদসহ ৫ জন আটক
স্টাফ রিপোর্টার::সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের বিশেষ অভিযানে শনিবার (১২ অক্টোবর ২০২৫) বিকাল ০৩:৪০ ঘটিকায় ভারতীয় মদসহ ৫ জনকে আটক করাহয় এসআই অনুপ কুমার চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে জালালাবাদ থানাধীন কুমারগাও আবাসিক এলাকাস্থ কুমারগাও কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ৩৩ বোতল ভারতীয় তৈরী বিদেশী মদ, একটি অনটেস্ট সিএনজি অটোরিক্সা ও একটি মোটরসাইকেল আটকসহ ০৫ (পাঁচ) জন‘কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরাঃ ১। মোঃ মাহবুব হোসেন (২১), পিতা-আবুল কালাম, সাং-ভোলাগঞ্জ, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, ২। হৃদয় রায় (২৫), পিতা-সতেন্দ্র রায়, সাং-বাসা নং-২৫১ নরসিংটিলা, বাগবাড়ী, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৩। মোঃ আবুল হোসেন (২৬), পিতা-আব্দুর করিম প্রকাশ বুতু মিয়া, সাং-পাওরা নোয়াগাঁও, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, ৪। মোঃ বুলবুল ইসলাম (১৮), পিতা-মৃত মুসলিম মিয়া, সাং-পুরান ভোলাগঞ্জ, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, ৫। ফায়াজ হোসেন মারজান (১৮), পিতা-মৃত লায়েক মিয়া, সাং-ভোলাগঞ্জ, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।