শিরোনাম
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।  বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম  হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।  জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল কলকাতার বাবুঘাটে চলছে, জাগ্রত চামুন্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পে ফয়সল আহমদ চৌধুরী 

স্টাফ রিপোর্টার / ৫৩ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পে ফয়সল আহমদ চৌধুরী 

 

কামাল খান :: ভোটের মাঠে কেবল নির্বাচনি প্রচারণা দিয়ে নয়, বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে মানুষের মন জয় করছেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিলেট-৬ আসনে বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচিত প্রার্থী হিসেবে ভোটের মাঠে তার পরিচিতি।

শুক্রবার (১০ অক্টোবর) থেকে তার নির্বাচনি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা শুরু করা হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া কাউদিয়া এলাকার ঢাকা-উত্তর মোহাম্মদপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী চিকিৎসাসেবা দেওয়া হয়।

এর আগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফয়সল আহমদ চৌধুরী। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে উপস্থিত ছিলেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। দিনভর প্রায় এক হাজার ২০০ চিকিৎসা প্রত্যাশী মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আহমদ নাফি, ডা. জালাল আহমদ চৌধুরী, ডা. আজহারুল ইসলাম রানা, ডা. জেসমিন জাফর চৌধুরী, ডা. আরিফুল হক চৌধুরী, ডা. লিপিকা রানী রায়, ডা. শরীফ উদ্দিন, ডা. মির্জা লুৎফুল বারী, ডা. কবির আহমদ, ডা. বাধন দত্ত, ডা. তানভীর নাভিল, ডা. আব্দুলাহ সাঈদ ও ডা. পরাগ দত্ত। চিকিৎসাসেবা উদ্যোগটি তদারকি করেন কুইন্স হসপিটালের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।

বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্বোধন করে ফয়সল আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে নানা অনিয়ম, দুর্নীতি রয়েছে। আওয়ামী লীগের দুঃশাসনে স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট করা হয়েছে। আল্লাহর রহমতে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাত ঢেলে সাজাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাস্থ্যখাত নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করেছেন। ঘোষিত ৩১ দফায় এ সংক্রান্ত পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি।

ভোটের মাঠে এ রকম চিকিৎসাসেবা জীবনে প্রথম পেয়েছেন বলে জানিয়েছেন ৬৮ বছরের বৃদ্ধ হানিফ আলী। তিনি উদ্যোক্তা ফয়সল আহমদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বাতের ব্যথায় বেশ কিছুদিন ধরে ভুগছি। কিন্তু ডাক্তার দেখানোর টাকা জোগাড় করতে না পারায় কষ্ট পাচ্ছিলাম। এখানে ফ্রিতে চিকিৎসা পাইছি, ওষুধপত্র পাইছি। খুবই ভালো লাগছে।’

স্ত্রীরোগে আক্রান্ত জাহানারা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। রোগ-শোকে চলি। টাকা খরচ করে ভালো ডাক্তার দেখানো সম্ভব হয় না। হাতের নাগালে ডাক্তার দেখাইছি। আল্লাহ তারারে ভালা করুন।’

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন,বিয়ানিবাজার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী, আলী নগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মানিক মিয়া, উপজেলা যুবদলের সদস্য, মোরশেদুর রহমান পলু, ইউনিয়ন যুবদল নেতা কবির আহমদ, নাইমুজ্জামান এনি মিয়া, ওলি মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদ, আলী নগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ, সহ-সভাপতি তানজিল আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন আহমদ, রাজু আহমদ, জাকির হোসেন প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ