অপরাধ দমনে আপনাদের সবার সহযোগিতা চাই---অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টায় দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা পয়েন্টে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্ব বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ। এসআই আখতারুজ্জামান, এসআই মোঃ রোমেন মিয়া ও এএসআই মোঃ নাছির উদ্দিনের যৌথ আয়োজনে বিট পুলিশিং সভায় বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, হীরা মিয়া, হাফিজ আনসার উদ্দিন ও ইউপি সদস্যা পলি দে।
প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, বিট পুলিশিং হলো পুলিশ এবং জনগণের মাঝে সেতু বন্ধন করার একটি অংশ। সমাজের অপরাধ সমূহ দমন করতে হলে পুলিশের সাথে জনগণের আন্তরিক সম্পর্ক থাকলে আইন প্রয়োগ করতে সহজ হবে।
ছাতকের চুরি-ডাকাতি, মাদক, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ রোধে সবার সহযোগিতার প্রত্যাশা। বিট পুলিশিং সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin