স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক চৌধুরী জীবন
নিজস্ব প্রতিনিধি: জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে "স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫" প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে গণমাধ্যম তথা সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন প্রবীণ প্রথিতযশা সাংবাদিক জাতীয় দৈনিক সোনালী কন্ঠ পত্রিকা'র বিশেষ প্রতিনিধি(ক্রাইম) এবং ক্রাইমনিউজবিডি২৪ডটকম-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাহবুব আলম চৌধুরী জীবন।
গত ৪ অক্টোবর ২০২৫ শনিবার বিকাল ৫ টায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা অডিটোরিয়ামে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অর্ধশতাধিক সাংবাদিকসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পীদের উপস্থিতিতে ই-ক্রয় প্রেজেন্ট'স “ স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান ও ফ্যাশন শো এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক করতোয়া পত্রিকা'র সম্পাদক মোঃ মোজাম্মেল হক। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন উপদেষ্টা (অনুষ্ঠান) এটিএন বাংলা'র তাশিক আহমেদ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, অভিনেতা কাজী হায়াত, ইভান শাহরিয়ার সোহাগ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার), এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), সুপার হিরোখ্যাত চলচ্চিত্র অভিনেতা ডি.এ তায়েব সহ বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অনেকে।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও ই-ক্রয় সহ কয়েকটি গণমাধ্যম।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্টার বাংলাদেশ মিডিয়া এবং দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক খন্দকার আছিফুর রহমান (তোতা)'র সভাপতিত্বে, অনুষ্ঠান সঞ্চালনায় করেন, স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকারক সবুজ রায়, চিত্রনায়িকা নেহা আকতার ও নিউজ প্রেজেন্টার জাকওয়ানা চৌধুরী (অনিকা)।
এছাড়াও অনুষ্ঠানে শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া ও সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তা সহ মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন সেইসব কাজের স্বীকৃতি স্বরুপ দেশের বরেণ্য ৩০ জনকে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এছাড়া স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ আজীবন সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক জগতের কিংবদন্তি দৈনিক করতোয়া পত্রিকা'র সম্পাদক মো. মোজাম্মেল হক ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি সুজাতা আজিম।
অনুষ্ঠানের আয়োজক খন্দকার তোতা ও দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর ব্যবস্হাপনা সম্পাদক মিসেস খন্দকার জানান, যেদেশে গুণীদের সম্মান দেওয়া হয় না, সেই দেশে গুণীজন জন্মায় না। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে আমাদের ক্ষুদ্র জায়গা থেকে চলচ্চিত্র, উদ্যোক্তা, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের স্ব স্ব ক্ষেত্রে স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়েছে এবং সম্মানিত করতে পেড়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া। যা দৈনিক মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া পরিবারের জন্য গর্বের। সবার সার্বিক সহযোগিতায় আগামীতেও আমরা এর ধারাবাহিক বজায় রেখে যাবো।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin