সুনামগঞ্জের লঞ্চঘাটের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুর পরিদর্শনে জেলা প্রশাসক।
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ পৌর শহরের লঞ্চঘাট এলাকার অবৈধ স্থাপনা পরিদর্শন শেষে শহরতলীর ইব্রাহীমপুর গ্রামে পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক শহরের লঞ্চঘাটের অবৈধ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সুরমা নদীর উত্তরপাড়ে অবস্থিত ইব্রাহীমপুর গ্রামের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পূর্বপাড়া জামে মসজিদে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি লঞ্চঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে যাত্রীছাউনি নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি গ্রামের রাস্তা-ঘাট উন্নয়ন ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন।
সকালের প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে জেলা প্রশাসকের আগমনকে স্বাগত জানান গ্রামবাসী। গ্রামের প্রবীণ ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে। স্বাধীনতার পর এই প্রথম কোনো জেলা প্রশাসকের আগমনে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন ইব্রাহীমপুরবাসী।
পরিদর্শনকালে শত শত মানুষ এলাকার বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন। বৃষ্টির মধ্যেও জেলা প্রশাসকের আন্তরিক উপস্থিতি দেখে বিস্মিত ও আনন্দিত হন গ্রামবাসী। তারা জেলা প্রশাসকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, গল্পকার ও গবেষক আকরাম উদ্দিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবিদুর রহমান, সাবেক সভাপতি আলী আজগর ও শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ। ##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin