ছাতকে পুলিশের অভিযানে ৩ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান-এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই সাদেক, এসআই রাহিম, এসআই বিন আমিন, এএসআই মাসুদ, এএসআই আরিফুজ্জামান ও এএসআই তোহা সঙ্গীয় ফোর্সসহ সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন ছাতক উপজেলার গোবিন্দনগর (কোনাপাড়া) গ্রামের রইছ আলীর পুত্র বুরহান উদ্দিন, চৌকা গ্রামের ইন্তাজ আলীর পুত্র হিরা মিয়া এবং জাতুয়া গ্রামের রানা চন্দ্রের পুত্র রবীন্দ্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান জানান, “গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতের জারি করা ওয়ারেন্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin