দেশের সংকটময় মূহুর্তে সবসময় বিএনপি জনগনের পাশে ছিল, জিয়ার পরিবারই আপনজন সিলেট (৬)আসনে তামিম ইয়াহয়া
কামাল খান :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের গ্রাম কাঁছাটুল, দুদু সাহেবের বাড়িতে এই সভা অনুষ্টিত হয়। স্থানীয় এলাকাবাসী আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরকন আহমদ। সাহেদ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া আহমদ।
এসময় তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, ১৯৭১ সাল থেকে বিএনপি সবসময় দেশের সংকটময় মূহুর্তে জনগনের পাশে ছিল। জিয়া পরিবার দেশ এবং জনগনের আপনজন।
তিনি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। বিএনপিকে নিঃশ্বেষ করতে একের পর এক গায়েবি মামলা দিয়েছে। জুলুম নির্যাতন করেছে। দেশের হাহার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ফ্যাসিস্ট হাসিনা বিএনপির নেতাকর্মীদের উপর যতই নির্যাতন চালিয়েছে ততই দলল শক্তিশালী হয়েছে। কারণ এদেশের মানুষ বিএনপিকে ভালবাসে।
তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের স্বার্থে আজীবন কাজ করে গেছেন। দেশে প্রথম তিনি খালকাটা কর্মসূচী চালু করেছিলেন। সৎ ছিলেন বলেই তিনি কোন সম্পদ অর্জন করেননি। আর দেশনেত্রী খালেদা জিয়াকে ফ্যাসিস্ট শেখ হাসিনা অনেক জ্বালাতন করেছে। বাড়ী থেকে বের করে দিয়েছিল। কিন্ত ১৭বছর পরও তিনি দেশের মানুষের ভালবাসার মধ্যেই রয়েছেন দেশের মানুষ বিএনপিকে ভালবাসে। তাই আগামী নির্বাচনে দেশের জনগন বিএনপিকে নির্বাচিত করবে। আর তারুণ্যের অহংকার তারেক রহমানের হাত দিয়েই বিএনপি সরকার গঠন করবে।
সভায় বক্তব্য রাখেন, আবদুস সালাম, আবদুল জাববার, দুদু মিয়া, ফয়সাল আহমদ। সভায় কোরআন তিলাওয়াত করেন সাইফ আহমদ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin