আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ, মৌলভীবাজার:: কমলগঞ্জের দক্ষিণাঞ্চলে দীর্ঘদিনের স্বপ্ন আদমপুরে কলেজ করা সর্বপ্রথম যে স্বপ্ন দেখেছিলেন মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশন চেয়ারম্যান কলেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক এম এ আহাদ উনার হাত ধরে এবং দেশ ও প্রবাসের কিছু সংখ্যক শিক্ষা আনুরাগীদের সহযোগিতায় হতে যাচ্ছে আদমপুর ইউনাইটেড কলেজ।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর এলাকায় উচ্চশিক্ষার প্রসারে “আদমপুর ইউনাইটেড কলেজ” বাস্তবায়নের উদ্যোগে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় নৈনারপার বাজারের আলহাজ্ব মহরম আলী কমিউনিটি সেন্টারে এ সমাবেশে স্থানীয় শিক্ষানুরাগী,জনপ্রতিনিধি, সমাজসেবক ও প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব এ.কে.এম. সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাহেল মিয়া ও আয়োকপাম অঞ্জুর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কলেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ভূমিদাতা মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম.এ. আহাদ, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ ফারুক, সদস্য মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, কলেজ বাস্তবায়নের ভূমিদাতা পরিবারের সদস্য সাংবাদিক মোঃ আব্দুস সালাম। সাদ উদ্দিন ফায়াজ, মেহেদী হাসান জুয়েল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল (অব.) সালেহ আহমেদ, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, শিক্ষানুরাগী আনোয়ার হোসেন বাবু, মণিপুরি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রতাপ কুমার সিংহ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম.এ. ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, শিক্ষানুরাগী নজরুল ইসলাম মনির, সমাজসেবক সমরজিত সিনহা, প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, আব্দুল করিম,আব্দুল হাসিম, কামরুল ইসলাম, সমিজ মিয়া,খালিক মাষ্টাব, আনোয়ারা বেগম মুন্নী,বাদশা মিয়া ও ইউপি সদস্য আজিম মিয়া।
সভায় বক্তারা বলেন, কমলগঞ্জের দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার ক্ষেত্রে অবহেলিত। আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন হলে এ অঞ্চলের মুসলিম, হিন্দু, মণিপুরি, খাসিয়াসহ বিভিন্ন নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় সুযোগ পাবে।মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনে চেয়ারম্যান ও কলেজের মূল উদ্যোক্তা,কলেজের ভূমি দান কলেজে আহবায়ক এম এ আহাদ উনার বক্তব্য বলেন উনি বেশ কয়েক বছর আগে আদমপুরে উনার মরহুম বাবা নামে মরহুম আব্দুস সামাদ কলেজ করার পরিকল্পনা করেন এবং এ বিষয় এ কলেজের যায়গা অনেক আগে কিনেন এবং অনেক কার্যক্রম আগাইয়ে নেন পরবর্তী সময়ে এলাকা এবং প্রবাসী কিছু সংখ্যক শিক্ষা অনুরাগি ব্যক্তিদের
কলেজ করার সাথে আগ্রহ প্রকাশ করায় পরবর্তীতে কলেজ এর নাম পরিবর্তন করে আদমপুর ইউনাইটেড কলেজ নাম দেওয়া হয়।
উক্ত প্রোগ্রামে কলেজে নাম পরিবর্তন করে এলাকার শিক্ষা অনুরাগী ও প্রবাসী লোকদের সম্পৃক্ত এবং কলেজের নাম পরিবর্তনের উদারতার জন্য বক্তারা কলেজের আহবায়ক এম এ আহাদের অনেক প্রশংসা করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin