জামায়াত-বিএনপি সমর্থিত শ্রমিকদের শোকজ করায়লাফার্জ-হোলসিম কারখানায় শ্রমিক অসন্তোষ
সেলিম মাহবুব,ছাতকঃ লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানায় জামায়াত, বিএনপির, লোকদের-কে শোকজ লেটার দেওয়া হয়েছে। বিভিন্নভাবে এখনো বিএনপি-জামাতের লোকজনকে হয়রানি করছে লাফার্জ-হোলসিম কারখানার ফ্যাসিবাদ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠন শ্রমিকলীগ।
এ ধরনের একটি ঘটনা ঘটেছে লাফার্জ-হোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন এর ক্ষেত্রে। লাফার্জ-হোলসিম শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন আহমেদ সিমেন্ট কারখানায় শ্রমিক নির্যাতনের ঘটনা ঘটিয়ে যাচ্ছেন।
তারা আওয়ামীলীগ আমলের সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের লোক হিসেবে খ্যাত। বর্তমানে লাফার্জ হোলসিমে শ্রমিক লীগের ক্যাডারদেরকে নিয়ে একটি কমিটি সাজিয়েছে তারা, এরমধ্যে রয়েছে সাফাতুর চৌধুরী, হাবিব মিয়া, মমতাজ, সাখাওয়াত খান এরা সবাই স্থানীয় আওয়ামীলীগ ও শ্রমিক লীগের লোক। এই কারখানায় আওয়ামীলীগকে পুনর্বাসন করার লক্ষে বিগত ৩১.০৭.২০২৫ ইং তারিখে জাতীয় শ্রমিক লীগের প্যাডে একটি সাধারণ সভার আয়োজন করেছে ওই চক্র। সাধারণ সভা করতে বাঁধা দেয়ার কারণে শ্রমিক লীগের ক্যাডার বাহিনী "লাফার্জ-হোলসিম শ্রমিক ইউনিয়নের ৭ জন প্রতিষ্ঠাতা কালীন সদস্য-কে শোকজ লেটার দিয়েছে।
সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন জামায়াত, বিএনপির লোক দের শোকজ করার ঘটনা এখানে একটি নজিরবিহীন ঘটনা। প্রশাসন এবং লাফার্জ-হোলসিম কর্তৃপক্ষ এই ব্যাপারে কোন আইনি পদক্ষেপ নিতে দেখা যায় নি। যার ফলে এ কারখানায় নানা ভাবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।##
১ম পর্ব
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin