ছাতকে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সাবেক প্যানেল মেয়র কাকলী
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ছাতক পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র (৩) তাছলিমা জান্নাত কাকলী, ১ অক্টোবর বুধবার বিকেলে শহরের ছাতক বাজার মহাপ্রভু আখড়া মন্দির সার্বজনীন পূজা মণ্ডপ, বাগবাড়ী শিব মন্দির পূজা মণ্ডপ, রেলওয়ে কলোনি মহামায়া যুব সংঘ পূজা মণ্ডপ, কুমনা রাখালতলা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং পুজোর খোঁজ খবর নেন। এ-সময়
তার সাথে ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত, যুবদল নেতা নোমান ইমদাদ কানন, স্হানীয় জাকির হোসেন, সুয়েব আহমদ, জাকারিয়া আবেদিন জাকা, মানিক মিয়া, পলাশ ইসলাম, ফজল তালুকদার, তুহিন মিয়া, অভি দাস, পলাশ ঘোষ, অনিক মিয়া, মিলন মিয়া, রুমেন মিয়া, আবু রাহয়ান, সাকলাইন, রাহুল মিয়া, রনি আহমেদ, রুফসান আহমেদ, বিপ্লব মিয়া, পাভেল আহমদ, মোস্তাফিজুর বাবু, লবিব মিয়াসহ উপস্থিত ছিলেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin