জৈন্তাপুরে সিলেট জেলা তাতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল সহ নবগঠিত কমিটির সদস্যরা সংবর্ধিত
জৈন্তাপুর উপজেলায় সিলেট জেলা তাতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল সহ নবগঠিত কমিটির সদস্য মিছবাহ উদ্দিন, সাইফ উল্লাহ ও ইসমাইল মিয়া রিপন-কে সংবর্ধিত করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে নিজপাট ইউনিয়ন প্রাঙ্গনে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এই সংবর্ধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সাম্পদক ও নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক হারুন-উর রশিদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শাহজাহান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, উপজেলা
যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, উপজেলা জাসাস’র ১ম যুগ্ম সম্পাদক আলা উদ্দিন, নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারী কবির আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন কৃষক দলের সেক্রেটারী রায়হান আহমদ।
সভায় সংবর্ধিত অতিথি সিলেট জেলা তাতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র গঠনে ঘোষিত ৩১দফা বাস্তবায়নে তিনি তৃনমুল পর্যায়ের সকল নেতাকর্মী কে ঐক্যবব্ধ হয়ে কাজ করার আহবান জানান।