পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সেলিম মাহবুব,ছাতকঃ পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত অনুযায়ী ছাতক পৌর শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক পৌরসভা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর শেষে কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের মন্ডোলীভোগ লাল মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে ছাতক পৌর জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার নোমান আহমদ'র সভাপতিত্বে পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল আহমদ'র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, নজমুল হোসেন, সুনামগঞ্জ জেলা জজকোর্টের এপিপি এডভোকেট আলম উদ্দিন, সাবেক কাউন্সিলর, ৩নং ওয়ার্ড সভাপতি ফয়জুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়াশিদ আলী, ২নং ওয়ার্ড সভাপতি কারী নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, হাফিজ কাওসার আলম, মিজানুর রহমান, মোঃ হাছনু, লুৎফুর রহমান, মাওলানা আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন ছাতক পৌর শিবিরের সভাপতি তাজুল ইসলাম, উত্তর শিবিরের সভাপতি আফজল হোসেন সহ,স্থানীয় জামায়াত
শিবির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin