সিলেটে হকার্স মার্কেট পরিদর্শন করেন---জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলম
সেলিম মাহবুব,:: সিলেটের লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে। এখানে হকারদের পূণর্বাসন করার পুরানো প্রকল্পটি আবারও এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন নতুন জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলম।
সম্প্রতি কিনব্রিজের উপর থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে। আর ফুটপাত ও রাজপথ থেকে তাদের উচ্ছেদ ও পূণর্বাসনের জন্য প্রস্তুত করা হচ্ছে লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেট। কাজ শুরু হয়েছে সপ্তাহখানেক আগে।
এই মাঠ সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলে নগরীতে হকার উচ্ছেদে চলবে সাঁড়াশি অভিযান। অন্তত জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলম তাই জানিয়েছেন।
মাঠটি প্রস্তুত হয়ে গেলে নগরীর কোনো ফুটপাত বা রাজপথে কোনো হকার বসতে পারবেন না। এ ব্যপারে তাদের সতর্কও করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে আবারও জেলা প্রশাসক সারোয়ার আলম লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ পরিদর্শন করেছেন।
এসময় তিনি গণমাধ্যমকে বলেছেন, প্রস্তুতির কাজ চলছে। হয়ত আরও ১০/১২ দিন সময় লাগতে পারে।
তিনি আবারও নগরীর সব হকার ও ছোটো ব্যবসায়ীকে সতর্ক করে দিয়েছেন। বলেছেন, হকার্স মার্কেট উন্নয়নের কাজ যেটুকু সম্পন্ন হয়েছে, তাতে অনেক হকারের স্থান সংকুলান হবে। তারা এখানে এসে বসতে পারেন।
তিনি বলেন, কাজ সম্পূর্ণ শেষ হলে আমরা কিন্তু সাঁড়াশি অভিযান শুরু করবো। কোনো হকার রাজপথ বা ফুটপাতে থাকতে পারবেনা।
এসময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার এবং জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin