মানিকগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের রহস্যজনক মৃত্যু।
মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার:: মানিকগঞ্জে ভাড়াবাসায় মা ও তার দুই সন্তানের নিথর দেহ পরে আছে। পারিবারিক কলহের জেরে প্রথমে দুই সন্তানকে হত্যা পরে মায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার কবি মহিদুর সড়কের একটি দুতলা বাসা থেকে লাশগুলো উদ্ধার করেছে -সদর থানা পুলিশ।সূত্রে জানা গেছে, মৃত শেখা আক্তার (২৯) জেলার সদর উপজেলার হাটিপাড়া বংখুরী গ্রামের ছামাদের মেয়ে।
তিনি পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার রাহাতের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শেখার স্বামী শাহীন দেওয়ান ১১ আগস্ট মালয়েশিয়া গেছেন।
সূত্রে আরো জানা গেছে, শেখার দ্বিতীয় বিয়ে ছিল শাহিন দেওয়ানের সঙ্গে। তাদের ঘরে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। শেখার আগের সংসারের ৮ বছরের একটি ছেলে সন্তান আছে। তারা সবাই একসঙ্গে থাকতেন।
পারিবারিক কলহের জেরে ওই দুই সন্তানকে বিষপান করিয়েছেন শেখা। পরে তিনি নিজেই আত্মহত্যা করেন। মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৯৯৯ নাম্বারে ফোনের মাধ্যমে আমরা বিষয়টি জানার পরে তাক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বন্ধ রুমের ভেতরে থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মায়ের দেওয়া বিষপানে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে মা আত্মহত্যা করেছেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin