ছাতক থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ওয়ার্ড যুবলীগের এক নেতা গ্রেফতার
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাত ৯.০০ টার দিকে পুলিশ ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল শহিদ (৪৫)- কে গ্রেফতার করেছে। ্গ্রফতার মোঃ আব্দুল শহিদ পৌর সভার মন্ডলীভোগ-শাহ জালাল আবাসিক এলাকার মৃতঃ আছকির আলীর পুত্র।
থানা পুলিশ জানিয়েছে, ছাতক থানার মামলা নং-১৫,তাং-১০.০২. ২০২৫ খ্রি,ধারা-The Special Powers Act, 1974 Section 15 (3) / 25 D এর সন্দিগ্ধ আসামি মোঃ আব্দুল শহিদ (৪৫)।
ছাতক থানার এসআই মো.সিকান্দর আলী, এসআই মোফাখখারুল ইসলাম, এ এসআই মাসুদ মিয়া, এ এসআই নাছির উদ্দিন সহ পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান, আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে আদালতে প্রেরন করা হবে।##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin