শাহান উদ্দীন নাজু :
দৈনিক শ্যামল সিলেট'র বার্তা সম্পাদক আবুল মুহাম্মদ আজ সোমবার ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী সন্তান সহ অনেক গুণগ্রাহী রেখে চলে গেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মৃত্যুর আগে কিছুদিন যাবত সিলেটের সিনিয়র সাংবাদিক আবুল মোহাম্মদ'র শরীরের অবস্থা ভালো যাচ্ছিলোনা।
সোমবার সকাল১১ টার দিকে তিনি মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেন তাঁর পরিবারের এক সদস্য।
এদিকে, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সাংবাদিক আবুল মোহাম্মদ'র মৃত্যুতে শোক জানিয়েছেন।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল খান, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু,সদস্য, শিহাব উদ্দিন,ফরহাদ আহমদ,গোলাপগঞ্জ উপজেলা শাখার,সভাপতি ইলিয়াস বিন রিয়াছত,সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সহ দপ্তর বিষয় সম্পাদক মনসুর আহমদ সাপলু, এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক আবুল মোহাম্মদ'র অকাল মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক বিবৃতিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দরা বলেন, আবুল মোহাম্মদ ছিলেন একজন স্বজ্জন ব্যক্তিত্ব ও সৎ নির্ভীক সাংবাদিক। আবুল মোহাম্মদের অকাল মৃত্যু কখনও পূরণ হওয়ার নয়।
তিনি সব সময় সমাজের নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সামাজিক এক মানুষ আবুল মোহাম্মদকে হারালো তার পাড়া-প্রতিবেশী আর আমরা হারালাম এক পরোপকারী, অত্যন্ত প্রিয় কলমযোদ্ধাকে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin