ছাতকে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্য-সদস্যাগনের অনাস্থা দাবি ১২ সদস্যর
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ আওলাদ হোসেন মাস্টার এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তাঁর ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য-সদস্যা। সদস্য-সদস্যারা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছেন চেয়ারম্যানের বিরুদ্ধে।
বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও লুটপাটের মাধ্যমে তার একক সিদ্ধান্তে কাজ না করেই টিআর, কাবিখা, রাজস্ব, এডিপি, কাবিটার টাকা ও চাল উঠিয়ে নেয়াসহ নানা অভিযোগ করেন ইউপি সদস্য ও সদস্যারা।
এ বিষয়ে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকতা বরাবরে ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টারের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বদলীকৃত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, সাবেক ইউপি সচিব জীতেন দাস ও যুবলীগ নেতা শিব্বির আহমদ-কে। ইউনিয়ন পরিষদের ৯জন সদস্য ও ৩জন সদস্যা লিখিত এ অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে।
উপজেলা কৃষকলীগের আহবায়ক ও উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আবদুল মান্নানের পুত্র, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার গত ১৫ বছরে শূন্য থেকে কোটিপতি হয়েছেন। সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের মাধ্যমে একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক থেকে তিনি বনে যান ইউপি চেয়ারম্যান।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময়ে কাজ না করে সরকারী একাধিক প্রকল্পের অর্থ আত্মসাত করেছেন। গত ১৯ মার্চ রাতে নাশকতা মামলায় থানা পুলিশের হাতে তিনি গ্রেফতার হয়ে কারাভোগ করেন।
অভিযোগে উল্লেখ রয়েছে ভূয়া প্রকল্প, থানায় দালালী, জমি দখল ও বেচা-কেনার মাধ্যমে ওই ইউপি চেয়ারম্যান অনেক সম্পদের মালিক হয়েছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর লুটপাট চালিয়ে কিনেছেন ভাতগাঁও এলাকায় ৩০ একর জমি।
সিলেটের আখলিয়া এলাকায় রয়েছে তার একটি বাড়ি। ব্যাংক ব্যালেন্স সহ তার অবৈধ করা সম্পদের বিষয়টি অভিযোগ ও অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
উপজেলা কার্যালয়ে এ ধরণের একটি অভিযোগ দেয়া হয়েছে তিনি এখনো হাতে পান নি জানিয়ে, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ
করা হবে।##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin