কিশোরগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নীলফামারী প্রতিনিধি ::নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় ভিটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভেলারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে বাঁশবাগানের ভেতরে মরদেহটি দেখতে পান। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি নিশ্চিত হন। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি মুসলিম সম্প্রদায়ভুক্ত। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরনে ছিল হাফশার্ট ও লুঙ্গি। লুঙ্গির মোচড় থেকে নগদ ৪৯ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, “নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পা
ঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin