স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী,পিপিএম'র সভাপতিত্বে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ কমিশনার সবাইকে স্বাগত জানান। তিনি সবার জন্য ফ্লোর ওপেন করে খোলামনে বিভিন্ন সমস্যা এবং কি ধরণের পুলিশি সহযোগিতা প্রয়োজন সেগুলো উপস্থাপন করতে বলেন।
সিলেটে পূজা উদযাপন পরিষদ'র নেতৃবৃন্দ,মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
পুলিশ কমিশনার বলেন, শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর এবং অন্যান্য অপ্রত্যাশিত ঘটনা ঘটে এজন্য মেলা বসানো নিরুৎসাহিত করা হচ্ছে।মন্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবক পরিচয় নিশ্চিতের জন্য হাতে আর্মড ব্যান্ড পরিধান করবেন। পূজার সার্বিক নিরাপত্তায় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বর চালু করা হবে। সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ে নিয়োজিত থাকবে এসএমপি’র সাইবার টিম। এছাড়াও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। বিসর্জন অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার আহ্বান জানানো হয়।
তিনি আরও বলেন, আমি জানি সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত রয়েছে। আমরা জনতার পুলিশ হয়ে, সবার পাশে থাকতে চাই।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin