সিলেট বুলেটিন ডেস্ক:
এসএ পরিবহন পার্সেল সার্ভিসের মাধ্যমে ভারতীয় চোরাচালানের পণ্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হতো সিলেট থেকে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- তাদের সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম ও নিভিয়া বডি লোশন জব্দ করে।
এর আগে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টাস্কফোর্স গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে সিলেট মহানগরের নাইওরপুলস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে অবৈধ মালামাল জব্দ করে। তখন অফিসের সকল স্টাফকে ধরে নিয়ে যায়।
তবে এ বিষয়ে টাস্কফোর্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে ১৭ সেপ্টেম্বর থেকে এসএ পরিবহন নাইওরপুল শাখা তালাবদ্ধ থাকায় এবং তাদের সাইনবোর্ডে ব্যবহৃত নাম্বারে কেউ ফোন না ধরায় এ অভিযানের বিষয়ে এসএ পরিবহনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।