সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে শারদীয় দুর্গোৎসব কে সামনে রেখে ছাতক থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান'র সভাপতিত্বে ও ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ'র পরিচালনায় মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষক দোলন তরফদার। শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দার, সুশীল সমাজের মহন্ত রায়, মহাপ্রভু আখড়া মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চম্পু দত্ত, পূজা কল্যাণ ফ্রন্টের আহবায়ক রবীন্দ্র কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক শংকর কুমার দাসসহ উক্ত সভায় ছাতক থানা এলাকায় অবস্থিত সকল পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারী সহ সনাতন ধর্মাবলম্বী অনেক লোকজন উপস্থিত ছিলেন। সভায় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান সমাপনী বক্তব্যে বলেন শারদীয় দূর্গাপূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব নিয়ে সর্তক অবস্থানে থেকে সহযোগীতা মূলক কাজ করার আহবান জানান। তিনি বলেন পরিশেষে কোথায় কোন অপ্রীতিকর কিংবা পূজা মন্ডবে যেকোন ধরনের সমস্যা সম্মুখিন হলে তাৎক্ষনিক ভাবে ছাতক থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করেন। ছাতকে সকল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য বলেন আপনারা সবাই এক হয়ে শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার আহবান করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin