সেলিম মাহবুব:
সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রবীন সাংবাদিক আলহাজ্ব কায়েস চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীন সাংবাদিক আলহাজ্ব কায়েস চৌধুরীর ছোট ভাই আজমল চৌধুরী সাজ্জাদ মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, প্রবীন সাংবাদিক আলহাজ্ব কায়েস চৌধুরী দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin