স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর উপশহর আবাসিক এলাকার ছড়াকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে নান্দনিক ওয়াকওয়ে। দু’পাশে শোভা পাচ্ছে বিভিন্ন ফুলের গাছ, আর দর্শনার্থীদের বসার জন্য বসানো হয়েছে ব্রাঞ্চি। পরিবার নিয়ে সময় কাটানোর উপযুক্ত এই স্থাপনাটি ইতোমধ্যেই নগরবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
নির্মিত ওয়াকওয়ে সৌন্দর্য ও বিনোদনের জায়গা হলেও সম্প্রতি বিদ্যুৎ না থাকায় এটি রূপ নিয়েছে উদ্বেগের কেন্দ্রে।
স্থানীয়দের অভিযোগ, রাতে বিদ্যুৎ না থাকার কারণে ওয়াকওয়ের ভেতরে আড্ডা জমাচ্ছে গাঁজা ও বিভিন্ন মাদকসেবীরা। তাদের উচ্চস্বরে অশ্লীল ভাষায় কথা বলা ও গালাগালির শব্দ আশপাশের বাসিন্দাদের বিরক্ত করছে।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে এমনই হৈচৈ শোনে তারা উপশহর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার জাফর ইমামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। ওয়াকওয়ের ভেতরে প্রবেশ করে তারা দেখেন, অন্ধকারে দু’টি ব্রেঞ্চে ৬-৭ জন যুবক বসে আড্ডা দিচ্ছে। পুলিশের প্রশ্নে যুবকেরা জানায়, তারা শুধু বসে গল্প করছিল।
এ বিষয়ে এলাকাবাসীর দাবি, দ্রুত ওয়াকওয়ের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু না করলে এ স্থানটি পুরোপুরি মাদকসেবীদের আড্ডায় পরিণত হবে।
দ্রুত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin