মোঃ দুলাল মিয়া ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
ফেঞ্চুগঞ্জ উপজেলার তফাদার টিল্লা গ্রামের ব্রেন টিউমারে আক্রান্ত এক অসহায় মহিলার চিকিৎসার জন্য হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের পক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ যুব সংঘের হলরুমে আয়োজিত অনুদান প্রদান ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা।
অনুদান কমিটির সমন্বয়ক মাজহারুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, সংগঠনের উপদেষ্টা শফিকুর রহমান,, স্থানীয় ইউপি সদস্য কবির আহমেদ, বণিক সমিতির নেতা কামাল আহমেদ, এবং প্রবাসী হোসেন রুমেল।
টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী আহবাব হোসেন চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী মোহাম্মদ সেলিম আহমেদ, এবং সহ-সভাপতি ও এটিএন নিউজের কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন।
প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, অসহায় রোগীদের চিকিৎসা এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin