সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় নদী পথে দীর্ঘদিনের চাঁদাবাজি জিরো টলারেন্সে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্স হলে ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নদী পথে চাঁদাবাজি জিরো টলারেন্সে নিয়ে আসা, মাদক ও চোরাচালান রোধ, টিলা কেটে পাথর সংগ্রহ ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করন, শহরে অসহনীয় যানযট নিরসন কল্পে ট্রাফিক ব্যবস্হা জোরদার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ দমনে উপজেলার মফস্বল এলাকার হাটবাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, জাউয়া বাজার ও জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রমে থানার অফিসার ইনচার্জের নিয়মিত মনিটরিং জোরদার, গরু চুরি ও ছিনতাই রোধে কার্যকর ব্যবস্হা গ্রহন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান তার বক্তব্যে কঠোর হস্তে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ইউএনও তরিকুল ইসলাম বলেন সবার সহযোগিতা পেলে ছাতক উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করা হবে। সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্বা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন আহমদ,যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল ও আবু হুরায়রা ছুরত, সাবেক সভাপতি ফারুক আহমদ , জামায়াত নেতা হাফিজ জাকির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওঃ ফজলুর রহমান, ছাতক প্রেস ক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক আনোয়ার হোসেন রনি প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin