মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়।
১২ সেপ্টেম্বর শুক্রবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দূর্গম চরাঞ্চলের বগবান চর বাজার সংলগ্ন মাঠে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।
লেছড়াগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মাসুদ রানা এর সভাপতিত্বে উক্ত নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ লুকমান হোসেন ও সেক্রেটারি ফারুখ হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এ্যাড.আশরাফ আলী খান,আজিমনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি
হাফেজ ছুরহাব হোসেন প্রমূখ।
এ সময় প্রধান অতিথির উপস্থিত বক্তব্যে- মুহাম্মদ জাহিদুর রহমান জানান,দূর্গম চরাঞ্চলের সমসাময়িক পদ্মার ভাঙ্গন কবলিত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে মা -মাটি রক্ষার্থে পাশে থেকে সর্বাত্মক কাজ করার প্রতিশ্রুতি দেন।
স্থায়ী বাঁধ নির্মান বর্তমান সময়ের দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনস্বার্থে পদ্মার ভাঙ্গন রোধ ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং ভাঙ্গন রোধ ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেওয়া চেষ্টা করছে।
তিনি আরো জানান,আল্লাহর জমিনে কুরআনের আইন বাস্তবায়ন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামী সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin