কামাল খান
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার দায়িত্বগ্রহণের পর থেকেই অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা স্থানীয় জনগণের মাঝে বিশেষ শ্রদ্ধা ও আস্থা অর্জন করেছেন। থানায় মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে বিভিন্ন ধরনের অপরাধ ও দুর্নীতি মোকাবেলায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
স্থানীয়রা জানিয়েছেন, থানার কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত এবং ফলপ্রসূ হয়েছে। দীর্ঘদিন ধরে বিচারহীন থাকা কিছু মামলা দ্রুত সমাধান হয়েছে এবং অপরাধীরা দায়িত্বশীলতার সঙ্গে শাস্তি পেয়েছে। একই সঙ্গে, স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তিনি থানার সেবা আরও জনমুখী করেছেন।এলাকার কিছু নিরীহ মানুষ জানান মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে থানায় নিরাপত্তা এবং প্রশাসনের মান ব্যাপক উন্নতি লক্ষ্য করেছি। তিনি সত্যিই জনগণের প্রতি যত্নশীল এবং দায়িত্বপরায়ণ,স্থানীয়রা এভাবে মন্তব্য করেছেন।
মনিরুজ্জামান মোল্লা জানান, “আমার লক্ষ্য হলো জনগণের আস্থা অর্জন করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে থানার কার্যক্রমকে আরও কার্যকর করা। আমি চাই সবাই নিরাপদে এবং বিশ্বাসের সঙ্গে আমাদের থানার সেবা পেতে পারে।
পুলিশ বিভাগের অভ্যন্তরে তার কঠোর পরিশ্রম,সততা এবং দায়িত্ববোধের জন্য তাকে সমাদৃত করা হয়েছে। এই ধরনের নেতৃত্ব স্থানীয় সম্প্রদায়ের মধ্যে পুলিশি সেবা ও ন্যায়বিচারের প্রতি আস্থা আরও দৃঢ় করেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin