শিরোনাম
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন গোয়াইনঘাটে ওসি (তদন্ত) কবির হোসেনের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্যের অভিযোগ ছাতকে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত গ্রেফতার ১ জন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলে নেতৃত্বে জনতার মিছিল বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান য়াবাসহ ৩ জুয়াড়ি আটক তাহিরপুরে সুদখোর প্রধান শিক্ষিকা রেহেনা’র শাস্তির দাবীতে মানববন্ধন। মধ্যনগরে ইউনিয়ন বিএনপির সভাপতি পদের ফরম ক্রয়কে ঘিরে চরম উত্তেজনা চলছে। সু-খবর! সু-খবর! সু-খবর! “কুয়াকাটা ফিশ সপ”। প্রোঃ মোঃ কামাল হোসেন, মোঃ কাদের মিয়া,মোঃ মিরাজ (মেম্বার)।
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সেলিম মাহবুব:
অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধের ঘোষণা কার্যকরের পরদিনই কঠোর অভিযানে নেমেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ও বুধবার (২৭ আগস্ট) সিলেটসহ সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় অভিযানে জব্দ হয়েছে বিপুল পরিমাণ বালু, আদায় করা হয়েছে লাখ টাকার অর্থদণ্ড এবং কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে।

*সিলেটে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ*

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীর বাওনহাওর ও শেওলাটুক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখের বেশি ঘনফুট বালু জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা ও জৈন্তাপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এতে নদীর পাড়ের ফসলি জমি ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ প্রকাশের পর প্রশাসন অভিযানে নামে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দীন অভি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিলেটজুড়ে অভিযান চলছে। জব্দকৃত বালুর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

*তাহিরপুরে ৫ জন কারাগারে*

এদিন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম সান্তনুর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড দেন। পরে বৃহস্পতিবারই দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

*হবিগঞ্জে মোবাইল কোর্টে জরিমানা*

অন্যদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে পৃথক মামলায় মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

*প্রশাসনের কঠোর ঘোষণা*

এর আগে সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন।

২৬ আগস্ট জারি হওয়া এ নির্দেশনায় উল্লেখ করা হয়, প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে এবং পর্যটন সম্ভাবনাময় অঞ্চল রক্ষায় বুধবার (২৭ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রশাসনের ঘোষণা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার দিনভর একাধিক জেলায় এ অভিযান পরিচালিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ