সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরের বংশীকুন্ড দক্ষিন ইউনিয়নে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সভাপতির ফরম ক্রয় করাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থনকারী সেনোয়ার হোসেন গতকাল ইউনিয়ন সভাপতি পদের জন্য একটি ফরম ক্রয় করেন এবং সেটি তার নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করলে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে এলাকায় তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
এলাকার বিএনপির সাধারণ নেতাকর্মীরা ক্ষোভ ও হতাশার সুরে বলেন, তারেক রহমানের নির্দেশনা মানছেন না মধ্যনগর উপজেলা বিএনপি। নইলে তারা কিভাবে আওয়ামী লীগের লোকের কাছে ফরম বিক্রি করে। এলাকার সাধারণ নেতাকর্মীরা মনে করেন, সেনুয়ারের নিকট ফরম বিক্রির পিছনে অর্থ বাণিজ্যের হাত রয়েছে।
একাধিক নেতাকর্মী বলেন, তারেক রহমানের নির্দেশ অমান্য করে একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসরের নিকট সভাপতি পদের ফরম কিভাবে বিক্রি করা হয় ? এসময় সেনোয়ার হোসেনের প্রার্থীতা বাতিলের জন্য জেলা ও বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন ওই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা।
মধ্যনগর উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ ও সদস্য নেকবর হোসেন বলেন, সেনোয়ার হোসেন একসময় আওয়ামী লীগ করেছে। তাকে সভাপতিট মতো একটি গুরুত্বপূর্ণ পদের ফরম দেওয়া উপজেলা আহবায়ক কমিটির উচিত হয়নি। এটা তারেক রহমানের নির্দেশনার স্পষ্ট অবমাননা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin