বিশেষ প্রতিবেদক:
সিলেটে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে মোবাইল ফোন ও গহনা হাতিয়ে নেওয়া অভিযোগ উঠেছে। শনিবার (৩০ আগস্ট) সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় এ অভিযোগ দায়ের করেন নগরীর উপশহর তেররতন এলাকার ২৬নং বাসার মুমিন ও শিউলি বেগমের মেয়ে রাক্কু আক্তার।
অভিযোগে তিনি জানান, গত ২৭ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমার নয়াবাজার মখন দোকানের মো. আকাদ্দুনুর তার বাসায় যাওয়ার জন্য কল দেন। তার প্রবাসী মেয়ে রাক্কুর পরিচিত হওয়ায় তাদের পিতা-মাতার সাথে মান-অভিমান মিটিয়ে দিতে তাকে আকাদ্দুনুর ডাকতেন।
তিনিও যাতায়াত করতেন। কখনো কোনো সমস্যা না হওয়ায় সেদিন সন্ধ্যায়ও তিনি আকদ্দুনুরের বাসায় গিয়েছিলেন।
তারা তাকে স্বাগত জানান এবং শরবত ও ডিম খেতে দেন। আপ্যায়নের পর রাত ৮টার দিকে হঠাৎ তার মাথা ঝিমঝিম করে এবং তিনি অচেতন হয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করেন।
এরপর সোয়া ১০টার দিকে তিনি স্বাভাবিক হয়ে দেখতে পান তার আইফোন, নগদ ২০ হাজার টাকা, হাতের ও গলার রূপার গহনা কে বা কারা নিয়েছে।
তিনি আকাদ্দুনুর ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞেস করলে তারা কোনো সদুত্তর দিতে পারেন নি। তারা জনান, কে বা করা নিয়েছে তারা তা জানেন না।
তিনি এ প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, আকাদ্দুনুরের মেয়ে ফাহিমা বিদেশ যায় যে প্রতিষ্ঠানের মাধ্যমে, তিনি ওই প্রতিষ্ঠানের কর্মী। সেই সুবাদে তাদের ঘনিষ্ঠতা এবং ফাহিমা বিদেশ যাওয়ার সময় রাক্কু আক্তার নিজের আইডি কার্ড দিয়ে নিজের নামে কেনা মোবাইল সিম তাকে দিয়েছিলেন। সেই সিম আবার রিপ্লেস করে ইমোতে তার মোবাইল নগদ টাকা ও গহনা চুরির আলাপের রেকর্ড পাওয়া গেছে যা তিনি অভিযোগের সাথে সংযুক্ত করেছেন।
তিনি তার অভিযোগটিকে সাধারণ ডায়রি হিসাবে রেকর্ডের অনুরোধ এবং খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin