কামাল খান:
সিলেটের কানাইঘাটে আলোচিত তিন খুনের ঘটনায় দায়ের করা মামলার ১৬ মাস পার হলেও এখনো বিচার পাননি নিহতদের স্বজনেরা। মামলার চার্জশিট আদালতে দাখিল করা হলেও মামলার অগ্রগতি ও ন্যায়বিচার না পাওয়ায় শঙ্কা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।
পরিবারের অভিযোগ, এ ঘটনায় জড়িতদের মধ্যে প্রথম থেকে তিনজন আসামী পলাতক দু’জন কারাগারে থাকলেও চারজন জামিনে মুক্ত হয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং নিয়মিত হুমকি দিচ্ছে। বাকি কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছে।
নিহতদের স্বজনদের দাবি, আসামি কামাল ও রফিক নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে কানাইঘাট থানায় একাধিকবার অভিযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে বিচার না হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত আসামিদের শাস্তি নিশ্চিত করা না গেলে তারা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। নিহতদের পরিবার সরকারের কাছে দ্রুত ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin