মোঃ শহীদুল ইসলাম হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৮ শে অক্টোবর বৃহস্পতিবার বেলা ৫ টায় ধূলশুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃনাজিম (দেওয়ান মিলন) এর সঞ্চালনায় যুবদলের কার্যালয়ে উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন)।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নু, বলড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল মৃধা,আজিমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ টুটুল, বয়ড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, লেছড়াগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মিশন চৌধুরী,উপজেলা যুবদল নেতা সোহেল শিকদার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের বিজয়ের লক্ষ্যে সকলকে একত্ব বদ্ধ হয়ে বিজয়ের জন্য দলমত নির্বিশেষে সর্বাত্মক কাজ করতে হবে।
সর্বোপরি তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে বাস্তবায়নের লক্ষ্যে সর্বদা নিজেকে আত্মনিয়োগ করতে হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির মধ্যে দিয়ে মা-মাটির স্বার্থে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী নির্বাচনের জন্য সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।