সেলিম মাহবুব,ছাতকঃ
দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা বালুমহাল ও রাবার ড্যাম পরিদর্শন করেন বুধবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় পরিদর্শনে সাথে ছিলেন মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক, উপজেলা প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা রাবার ড্যাম সংরক্ষণ, নদীভাঙন রোধে নদীতে ড্রেজার বন্ধ করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের দাবি জেলা প্রশাসকের কাছে উত্থাপন করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক নিম্নলিখিত বক্তব্য ও সিদ্ধান্ত সমূহ সংশ্লিষ্ট সবার উদ্দেশে অবহিত করেন।
খাসিয়ামারা নদীতে ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করা যাবে না। রাবার ড্যামের অভ্যন্তরে স্টিলবডি নৌকা চালানো যাবে না।
রাবার ড্যামের উত্তর পার্শ্ব থেকে আগামী ৭ দিনের মধ্যে বালুমহালের ইজারাদারকে সব ড্রেজার ও স্টিলবডি নৌকা অপসারণ করতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সুনামগঞ্জ রাবার ড্যামের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দাখিল করবে এবং ইজারাদারের কাছ থেকে উক্ত ক্ষতিপূরণ আদায় করা হবে। লিয়াকতগঞ্জ বাজারে ড্রেন নির্মাণ এবং পাবলিক টয়লেট স্থাপন করা হবে।
খাসিয়ামারা নদীতে স্থাপিত রাবার ড্যামের প্রান্ত থেকে লিয়াকতগঞ্জ বাজার পর্যন্ত বাঁধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin