বিশেষ প্রতিবেদকঃঃ
সিলেটে এবার শ্রমিকদের উপর হামলা চালিয়েছে ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা। এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরের দিকে শুল্ক স্টেশনে অনুষ্টিত নিলামে মালামাল বাগিয়ে নিতে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হামলায় তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের (রেজি নং- চট্ট-২২১৪) সভাপতি মনির হোসেনসহ আরও কয়েকজন আহত হন।
এ ব্যাপারে তামাবিল শ্রমিক ট্রেড ইউনিয়নের পক্ষে সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি আাসমি করেছেন ৮ জনকে। তারা হলেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক, দরবস্ত করগ্রামের শফিউল আজমের ছেলে বদরুল আলম শাওন (৩২), জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও একই গ্রামের আনসার আলীর ছেলে সুলেমান আহমদ (৩২), জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হরিপুর বালিপাড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে জামিল আহমদ (৩১), জৈন্তাপুর উপজেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সদস্য সচিব ও হরিপুর লামা আসামপুর গ্রামের মৃত নাজমুল হোসেনের ছেলে শাহিন আলম (৩৫), জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও একই গ্রামের মৃত মরা মিয়ার ছেলে আব্দুল্লাহ ইলিয়াস (৩৪), হরিপুর বাজারে সেনাবাহিনীর সাথে সংঘর্ষের মূল হোতা ও সেনাবাহিনীর দায়েরকৃত মামলার (নং ২১/২৯/৩/২৫) ৭নং আসামি, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, হরিপুর চাঁনখাট গ্রামের মৃত আয়াত উল্লাহর ছেলে ফরুক আহমদ সুইট (৪৮), জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য, দলইপাড়া গ্রামের মাওলানা আব্দুল মান্নানের ছেলে মাহফুজ আহমদ (৩২), জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ঠাকুরের মাটি গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. শাহজাহানসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে কাস্টমসে জব্দকৃত ভারতীয় মালামাল নিলামের সময় অভিযুক্তরা বিশৃঙ্খলা সৃষ্টি ও মারামারিতে লিপ্ত হয়।
তাদের বাধা দিয়েছিলেন স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের (রেজি নং- চট্ট-২২১৪) সভাপতি মনির হোসেন। কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। এক পর্যায়ে তারা টেন্ডারবাজির গডফাদার, ভারতীয় চোরাচালান পন্যের লাইনম্যান জৈন্তাপুর থানার ওসির সহচর জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও হরিপুরে সেনাবাহিনীর উপর হামলার অন্যতম প্রধান হোতা, ফারুক আহমদ ওরফে সুইট ফারুকের নেতৃত্বে মনির হোসেনের উপর হামলা চালায়।
তাদের মারধরে মনির রক্তাক্ত হয়ে পড়েন। এসময় তারা সঙ্গে থাকা ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয়। তাকে উদ্ধার করতে ছুটে যান সাদ্দাম ও অন্য কয়েকজন শ্রমিক। কিন্তু অভিযুক্তরা তাদের উপরও হামলা করে। তারা শ্রমিক ট্রেড ইউনিয়নের সহসভাপতি আয়নাল হকের ৩০ হাজার টাকাও নিয়ে এলাকার লোকজনকে আসতে দেখে দ্রুত ওই স্থান ত্যাগ করে। তবে তারা সাদ্দাম ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে যায়। মনির হোসেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাদ্দাম এ ব্যাপারে আইনী ব্যবস্থা নিতে জৈন্তাপুর থানাপুলিশের প্রতি আহ্বান জানান।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমদ। তিনি বলেন, পুরো বিষয়ট খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin