সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যপক কর্মসূচি পালন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়। রবিবার বিকেলে ছাতক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা'র কার্যালয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছিলো রবিবার চিত্রাঙ্কন ও সাতার প্রতিযোগিতা ও পুকুরে মাছ আহরণের জন্যে পানি পরিক্ষা। শেষে এক সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন। সমাপনী সভায় এ-সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সেলিম মাহবুব, সাকির আমিন, কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শামিম আহমদ, মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মামুন মিয়া, ছাতক বাজার মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ জিলানী, সহ-সভাপতি আবুল কালাম, সদস্য আছাদ মিয়া, ইকবাল হোসেন, আনা পাশা, জমির হোসেন, ছালেহ আহমেদ, খসরু মিয়া, কুতুব উদ্দিন, সাদ মাহমুদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা অংশ নেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগির মধ্যে বিজয়ী ১ম স্থান হয়েছে ৫ম শ্রেণির ছাত্রী দেবযানী তরফদার অঙ্কুশ, ২য় স্হান হয়েছে ৪র্থ শ্রেণির ছাত্রী রাই দাস, ৩য় স্হান হয়েছে ৫ম শ্রেণির ছাত্র সুরেশ সিংহ। মাধ্যমিক পর্যায়ে ১ম স্হান বিজয়ী ৭ম শ্রেণির ছাত্রী ১ম দেবযানী রায়, ২য় স্হান ৭ম শ্রেণির ছাত্রী কথা দাস, ৩য় স্হান ৮ম শ্রেণির ছাত্রী প্রত্যাশা আচার্য। চিত্রাঙ্কন বড় গ্রুপে ১ম হয়েছে ৯ম শ্রেণির ছাত্র রুহিত ধর, ২য় স্হান হয়েছে ৯ম শ্রেণির ছাত্রী সৃষ্টি দেবনাথ, ৩য় স্হান হয়েছে ৯ম শ্রেণির ছাত্রী অধরা দেবনাথ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin